
আঃ খালেক মন্ডল গাইবান্দা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষের হামলায় খাইরুল ইসলাম নামে এক জনকে গুরুত্বর জখম করে করে কাছে থাকা কোরবানির পশু কিনার ১ লক্ষ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। গুরুতর জখম খাইরুল ইসলাম গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছে।
থানায় এজাহার সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বেড়াবিশুলিয়া গ্ৰামের মৃত আবু বকর সিদ্দিকের পুত্র খাইরুল ইসলাম(৩৫) এক সপ্তাহ আগে বিশুলিয়া গ্ৰামের মোছাঃ ফাতেমাগং দের কাছ থেকে ১২ শতাংশ জমি ক্রয় করে।
গত ২৭ জুন বেলা ১১ টার দিকে খাইরুল ইসলাম কোরবানির পশু কিনার জন্য বিশুলিয়া গ্ৰামের তার বোনের কাছ থেকে ১ লক্ষ টাকা নিয়ে বাড়ি যাওয়ার পথে পূর্বপরিকল্পিত ভাবে আসামি বিশুলিয়া গ্ৰামের জাবেদ আলী পুত্র জাহাঙ্গীর, আঃ মমিনের পুত্র একাধিক মামলার আসামি গোলাম হায়দার, শাহজাহানের পুত্র আলমগীর ও জাহাঙ্গীর এর পুত্র ইমরান পথরোধ করে বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে মারাক্তক জখম করে। পরে স্হানীয় লোকজন খাইরুল ইসলাম কে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে খাইরুল ইসলাম বাদী হয়ে ৪জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছে।