
মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সদর ইউনিয়নে ৮৪ নং পশ্চিম গোবিন্ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থী প্রতি নেয়া হচ্ছে ২০০ করে টাকা বলে অভিযোগ পাওয়া যায়।
শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ অনুযায়ী বুধবার (৪ জানুয়ারি) দুপুরে ওই বিদ্যালয়ে গিয়ে টাকা নেয়ার বিষয়টির সত্যতা পাওয়া যায়। বিদ্যালয়ের মাঠে খেলাধুলারত অবস্থায় একঝাঁক কোমলমতি শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে, তাদের প্রত্যেকেই বই নিতে ২০০ করে টাকা দিতে হয়েছে বলে জানিয়েছে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পাওয়া যায়নি।
বিদ্যালয়ের কর্তব্যরত শিক্ষক তানজিনা, লিমা আক্তার ও মাছুমা আক্তার জানান, বইয়ের জন্য নয়, ঝাড়ুদারের বেতন বেতন দিতে বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীর কাছ থেকে এ টাকা নেয়া হয়েছে। এ বিষয়ে জানার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাওলানা নাজমুল হক বলেন, বিষয়টি শুনে আমি শিক্ষকদের শাসিয়েছি। টাকাগুলো বইয়ের জন্য নয়, ঝাড়ুদারের বেতনের জন্য নেয়া হয়েছে।
এ ব্যাপারে সিঙ্গাইর উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নার্গিস আক্তার বলেন, এটি শাস্তিযোগ্য অপরাধ। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।