
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুর মহানগরের টঙ্গী থেকে ৩০ কেজি গাঁজাসহ দুইজন মাদক বিক্রেতাকে আটক করেছে যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-১)।
মোছন খান (৫৪) ও মানিক (২৮) নামের দুইজন মাদক বিক্রেতাকে আটকের সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ২হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার নতুন বাজার রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেন গাজীপুর পাড়োবাড়ী ক্যাম্পের র্যাব-১ এর কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম।
আটককৃতরা হলো-ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকার মৃত ওসমান খানের ছেলে মোছন খান এবং একই জেলা সদরের নুরু মিয়ার ছেলে মানিক।
মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর টঙ্গীর নতুন বাজার রেলগেইটের নিউ টু-ডে ফ্যাশন টেইলার্স এন্ড ফেব্রিক্স এর সামনে ফ্লাইওভারের নিচে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে আসামি মোছন খান ও মানিক নামের দুইজন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। পরে তাদের তল্লাশী করে ৩০কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন আটকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। গাঁজা বিক্রয়ের জন্য তারা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশন থেকে ট্রেনযোগে গাজীপুর নিয়ে এসেছে। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন কৌশলে ব্রাহ্মণবাড়িয়া হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।