
নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়া অরিজিন ওয়াশিংনামে একটি কারখানার মালিক পক্ষকে তাড়িয়ে মেশিন ও মালামাল সহ অবৈধ ভাবে জবর দখল করেছেন বিল্ডিং মালিক মফিজ উদ্দিন অভিযোগ উঠেছে।
ভুক্তভুগি লাভলু মোল্লা জানান এ ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ করেও ওয়াশিং কারখানার মালামাল বুঝে পাচ্ছেনা মালিকপক্ষ।
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়া’র টঙ্গাবাড়ি এলাকায় ২০১৭ সালে লাভলু মোল্লা ও তার ৪ বন্ধুকে নিয়ে যৌথ উদ্যোগে অরিজিন ওয়াশিং নামে একটি কারখানা চালু করেন।
কারখানাটির চেয়ারম্যান লাভলু মোল্লা, ম্যানেজিং ডাইরেক্টার শহিদ সর্দার সহ অন্য তিনজন কে ডাইরেক্টার করে ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সুন্দর ভাবেই পরিচালিত হয়ে আসছিল কারখানাটি।
অরিজিন ওয়াশিং কারখানাটির ফ্লোর ভাড়া ছিল ৫০ হাজার টাকা। লাভলু আরো জানান বিল্ডিং মালিক মফিজ উদ্দিন, লাভলু মোল্লার শেয়ার পার্টনারদেও সাথে যোগসাজোসে কারখানাটি কিছুদিন বন্ধ করে রাখতে বাধ্যকরেন।
পরবর্তিতে কারখানাটি বন্ধ থাকাকালিন সময়ের ভাড়ার জন্য বিল্ডিং মালিক চাপ দিতে থাকে। বিল্ডিং মালিককে ভাড়া দিতে দেরি হওয়ায় কোন রকম নোটিশ ছাড়াই মেশিনপত্র ও মালামাল সহ পুরো কারখানাটি অবৈধ ভাবে দখল করে তিনি বিল্ডিং মালিক বলে জানান লাভলু মোল্লাহ।
এসময়ে লাভলু মোল্লা ও তার শেয়ার পার্টনারদের কারখানায় ঢুকতে না দিয়ে এলাকার প্রভাবশালীদের সহায়তায় নানা রকম ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করছেন বলেও জানান তিনি।
এক পর্যায়ে বিল্ডিং মালিক অবৈধ ভাবে কারখানাটি অন্য লোকের কাছে মেশিনও মালামালসহ দুই লক্ষ দশ হাজার টাকায় ভাড়া দিয়েদেন। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান এর মধ্যস্থতায় সিদ্ধান্ত হয় অরিজিন ওয়াশিংএর মালিকপক্ষ লাভলু মোল্লাদের মালামাল বুজিয়ে দেওয়ার বাকি ভাড়া বুঝিয়ে দেওয়ার মাধ্যমে।
কিন্তু বিল্ডিং মালিক বিচারের রায় অনুযায়ি মেশিনারী বুজিয়ে না দিয়ে অন্য লোকের কাছে মেশিন ও মালামাল ভাড়া দিয়ে অতিরক্ত ভাড়া আদায় করছেন। এ বিষয়ে কোম্পানী চেয়ারম্যান লাভলু মোল্লা আশুলিয়া থানায় ও ঢাকা জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেন বলেও জানান। তিনি কারখানাটি অবৈধ দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার দাবি করেন লোকাল প্রশাসনের নিকট।