
প্রতিনিধি প্রতিনিধি: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের ফুটপাথ থেকে থানা ও ট্রাফিক পুলিশকে ম্যানেজ করতে হবে বলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক ২০০ টাকা হারে চাঁদা আদায় করছে বলে একটি চিহ্নিত চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
গত ১৫ অক্টোবর সওজের নেতৃত্বে ফুটপাতের ৩ শতাধিক দোকান উচ্ছেদ করলে ওই চাঁদাবাজ চক্রটি দোকানদারদের কাছ থেকে দোকানপ্রতি সওজ, থানা ও ট্রাফিক পুলিশকে ম্যানেজ করতে এককালীন ৩ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে।
ব্যবসায়িদের অভিযোগ, ফুটপাতে দোকান থেকে নির্বিঘ্নে দৈনিক ২০০ টাকা চাঁদা আদায় করছে ওই চাঁদাবাজ চক্রটি। ওই চাঁদাবাজ চক্রটি থানা পুলিশ, ট্টাফিক পুলিশ, সওজ এবং সাংবাদিকদের ভাগ দিয়ে থাকে বলে তারা প্রচার করে আসছে।
স্থানীয়দের অভিযোগ, জনবহুল শিমরাইল মোড়ের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে সওজের অধিনস্থ সরকারি জায়গা দখল করে তিন শতাধিক ফুটপাথ দোকান গড়ে উঠে।
এছাড়া আহসান উল্ল্যাহ সুপার মার্কেটের পশ্চিম, দক্ষিণ পাশে ও সুগন্ধা হাসপাতালের পাশে ডিএনডি ক্যানেলের পাশসহ মিনার মসজিদের আশপাশের ফুটপাতসহ সাড়ে ৬ শতাধিক দোকান থেকে চাঁদা উত্তোলন করে আসছে। এতে তাদের মাসিক আয় ৭ থেকে ৮ লাখ টাকা। সওজ ও পুলিশ এসব দোকান উচ্ছেদ করলেও এক দুইদিন পরেই ওই চাঁদাবাজ চক্রটি নেতৃত্বে আবারও দোকান গড়ে উঠে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, অবৈধ দোকানপাট কয়েকবার উচ্ছেদ করা হয়েছে। দোকান থেকে চাঁদা ওঠানোর সঙ্গে থানার পুলিশ জড়িত নয় বলে তিনি দাবি করেন।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী পরিচালক শাহানা ফেরদৌস জানান, খুব শিগগির এসব অবৈধ স্থাপনা আবারও উচ্ছেদ করে ওই জায়গা দখলমুক্ত করা হবে।