মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বাসষ্ট্যান্ড এলাকায় পদ্মা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে নয় শিক্ষার্থীসহ ১৮ জনকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। বুধবার (৯ নভেম্বর) দুপুরে ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ডে পদ্মা আবাসিক হোটেল থেকে ১৮ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে ২ জন এইচএসসি পরীক্ষার্থীসহ ১০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের পরিবারের লোকজনকে বয়সের প্রমাণপত্র নিয়ে আসতে বলা হয়েছে। তাদের বয়সের প্রমাণপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং বাকিদেরকে আদালতে সোপর্দ করা হবে।