সংবাদ বিজ্ঞপ্তি: সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দানকারী এক প্রতারকে গ্রেফতার করে র্যাব-১১। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে র্যাব-১১’র মিডিয়া অফিসার সহকারী পরিচালক এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৩১ আগস্ট সকালে ফেনী জেলার পরশুরাম মডেল থানাধীন মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী ভুয়া ক্যাপ্টেন পরিচয়ে প্রতারক মোঃ ইউসুফ হোসেন @রায়হান (২১) কে গ্রেফতার করে।
আসামী ফেনী জেলার পরশুরাম থানাধীন মোহাম্মদপুর এলাকার মোঃ বাচ্চু মিয়ার ছেলে।
এসময় তার কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক ০১ সেট, সেনাবাহিনীর পিঠে ঝোলানো কম্ব্যাট ব্যাগ ০১ টি, পুলিশ বুট ০১ টি, বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ক্যাপ ০১টি, সেনাবাহিনীর মাস্ক ০২ টি, রায়হান লেখা সেনাবাহিনীর নেমপ্লেট ০৩ টি, সেনাবাহিনীর ক্যাপ্টেন পদমর্যাদার ফিল্ড র্যাঙ্ক ব্যাচ ০১ জোড়া, সেনাবাহিনীর প্যারা ইনসিগনিয়া ও উইং ০১ সেট, সদর দপ্তর ১৭ পদাতিক ডিভিশন এর ডিভ সাইন ০১ টি, আইডি কার্ড হোল্ডার ০১টি, বাংলাদেশ নৌবাহিনীর ভুয়া নিয়োগপত্র ০১ টি উদ্ধার করা হয়।
আসামী জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে বিভিন্ন সহজ সরল মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে আসছিল। এছাড়াও গ্রেফতারকৃত আসামী নিজ এলাকায় নিজেকে বাংলাদেশ নৌবাহিনীর অফিসার হিসেবেও পরিচয় প্রদান করতো এবং র্যাবের গোয়েন্দা সেলে তার বদলি (Posting) হয়েছে বলে অপপ্রচার চালাতো। আসামী স্বীকার করে যে, নিরীহ ও গরীব লোকজন এবং বিভিন্ন ব্যবসায়ীদের নিকট থেকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলো। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বেও একই ধরণের কর্মকান্ডের জন্য গত ০৩ মে র্যাব-৪ কর্তৃক দারুস সালাম থানা, ডিএমপি’তে ০১ টি নিয়মিত মামলা করা হয়েছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফেনী জেলার পরশুরাম থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।