ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে অভিযান চালিয়ে ৪৫০ গ্রাম গাঁজা সহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
আজ ভোর রাতে আনুমানিক ৪ টার সময় অভিযান চালিয়ে এই আসামীদের গ্রেফতারের করা হয় বলে এক ব্রিফিংয়ে জানিয়েছেন ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় ভাঙ্গা থানার আলগী ইউনিয়নের পীরেরচর এলাকা থেকে গাঁজা সহ চুমুরদী ইউনিয়নের রায়পাড়া সদরদীর শওকত মাতুব্বর (৪৮), চৌধুরী কান্দা সদরদীর হারুন মাতুব্বর(৪২) ও লিটন শেখ (২৭), পিরেরচর গ্রামের নিজামুল মুন্সী (৫৫) এবং পৌরসভার কাপুরিয়া সদরদীর সেলিম মোল্লা (২৯) কে আটক করা হয়। ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এই বিষয়ে ভাঙা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আমরা সব সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর ভাবে কাজ করে যাচ্ছি। যার কারনে আজ ভোর রাতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই সময়ে আমরা ৪৫০ গ্রাম গাঁজা সহ ৫ জনকে আটক করেছি।