
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে টঙ্গীর এরশাদনগর ও স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ ১শত গ্রাম হেরোইন উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গীর এরশাদনগর ১নং ব্লকের মৃত জসিমের ছেলে কামাল হোসেন (৩০), রাজশাহী জেলার দুর্গাপুর থানার আলিপুর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে আলামিন (২৫) ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের ফাটা পাড়া গ্রামের একরামুল হকের ছেলে শরিফ উদ্দিন (২৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের বিত্তিতে টঙ্গীর এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে আরো ৫০ গ্রাম হেরোইনসহ আরেক আসামীকে গ্রেফতার করা হয়।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান জানায়, আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।