সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জের আদমজী নগরে অবস্থিত র্যাব-১১’র অভিযানে সিদ্ধিরগঞ্জ থেকে ১’হাজার লিটার চোরাই ডিজেলসহ গ্রেফতার-২ এবং ১টি পিকআপ জব্দ। শনিবার সকালে থানা এলাকায় অভিযান চালিয়ে ধৃতদের গ্রেফতার করা হয়। পরে তাদের র্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের পূর্বক হস্থান্তর করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১’র একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে গোদনাইল এসও রোড এলাকার মৃত. আলী হোসেনের ছেলে মোঃ মাসুম রানা (৩৪) ও বন্দর থানার সোনাচড়া এলাকার মৃত দেলু মিয়ার ছেলে মোঃ আবুল হোসেন (৩৫)কে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে ১’টি পিকআপসহ ১’হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, তারা তেল চুরি চক্রের সংঘবদ্ধ সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আরও স্বীকার করে যে, দূরপাল্লার ভারী যানবাহনগুলো রাত্রীকালীন চলাচলের সময় চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে তেল চুরি করে। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত পিকআপের উপর বিশেষ কায়দায় তেলের ড্রাম ও মোটর সেট করে মোটরের সাথে পাইপ দ্বারা মহাসড়কে চলাচলরত ট্রাক ও কাভার্ড ভ্যানের তেলের ট্যাংকি হতে গোপনে তেল চুরি করে আসছিল। এই সকল তেল চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।