রাজু রায়হান, বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ১ নং বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি বিশখালী নদী সংলগ্ন খালে, জেলেদের জালের সঙ্গে বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ জুলাই) আনুমানিক বেলা ১২টা ৫০ মিনিটের সময় ঘটনাস্থলে পুলিশ গিয়ে এই লাশ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম খোকন খান, তার বাবার নাম জয়নাল খান। সে বরগুনা ফুলঝুড়ি সড়কে ভাড়ায় মটর-সাইকেল চালাতেন।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে আমাদের জানান, বস্তাবন্দি যুবক খোকন নিখোঁজের জন্য বরগুনা সদর থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছিল। আমরা তাকে উদ্ধারের জন্য ব্যাপক তৎপরতা চালাই। তার ব্যবহারিত মটর সাইকেলটি বিষখালী নদীর তীরে পাওয়া গেলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। আজ তার মৃত দেহ সম্বলিত প্লাস্টিকের বস্তাটি মাছ ধরার জালের সঙ্গে বাঁধায় মৃত দেহ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত খোকন খানের হত্যাকান্ড ঘটনার রহস্য উৎঘাটনের জন্য অধিকতর তদন্ত সাপক্ষে অপরাধীদের সনাক্ত করতে সক্ষম হবে বলে জানিয়েছেন বরগুনা জেলা পুলিশ।