বরগুনা প্রতিনিধি: বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের ছোট লবনগোলা গ্রাম থেকে ৩০০ পিস ইয়াবা ও ২ গ্রাম আইস সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম ছগির মৃধা, সে বুড়িরচর ছোট লবন-গোলা গ্রামের মোঃ ইসমাইল মৃধার ছেলে। তার বিরুদ্ধে চট্টগ্রাম মসজিদে ডাকাতি ও ইমাম হত্যা মামলার অভিযোগ রয়েছে। বরগুনাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
বরগুনার মাদ’ক নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম লিডার মোঃ জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১ জুলাই শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে ছগিরের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ’সময় তারা ছগিরের বাড়ি তল্লাশি চালিয়ে পূর্ব পাশের বারান্দার শোয়ার ঘরে বিছানার তোষকের নীচ থেকে ইয়াবা ও আইস উদ্ধার করে।
তিনি আরো বলেন. মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় গ্রেফতারকৃত ছগির’কে তারা গত দুই মাস ধরে নজরদারিতে রেখেছিলেন।
মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অপরাধে মাদকদ্রব্য আইনের ৩০ এর (ক) ধারায় বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।