সিদ্ধিরগঞ্জ প্রতিবেদক: আড়াইহাজারে চেয়ারম্যানের হাতে স্কুলের প্রধান শিক্ষক লাঞ্ছিত। গত সোমবার দুপুরে কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রকাশ্যে ইউপি চেয়ারম্যান একে এম ফাইজুল হক ডালিম ও তার ভাই আনোয়ার হোসেন আয়নাল বৃদ্ধ সংখ্যালগু প্রধান শিক্ষক সুবল চন্দ্র ঘোষকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। উপস্থিত ছাত্র-ছাত্রীরা তাজ্জব বনে যায়। এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর প্রস্তুতি চলছে।
কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল চন্দ্র ঘোষ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে এম ফাইজুল হক ডালিম ও তার ভাই আনোয়ার হোসেন আয়নাল আমাকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করে। আমি সংখ্যালগু হওয়ায় আমাকে দেশ ছেড়ে পালাতে বলে। এ বিষয়ে বারাবারি করলে আমার ক্ষতি হবে বলে হুমকি দেয়। এ ব্যাপারে প্রধান শিক্ষাক আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করবেন বলে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, গত সোমবার কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়’র ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের দাওয়াতের কার্ডে সভাপতি হিসেবে ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুবল চন্দ্র ঘোষ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফাইজুল হক ডালিম। কিন্তু অনুষ্ঠানের দিন ব্যানারে সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে সভাপতি ও বর্তমান চেয়ারম্যান একে এম ফাইজুল হক ডালিমকে বিশেষ অতিথি করা হয়।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল চন্দ্র ঘোষকে প্রকাশ্যে শারীরিক লাঞ্ছিত করেন ইউপি চেয়ারম্যান ফাইজুল হক ডালিম ও ছোট ভাই আনোয়ার হোসেন আয়নাল।
এ দিকে প্রধান শিক্ষককে লাঞ্ছাকারী ইউপি চেয়ারম্যান একে এম ফাইজুল হক ডালিম বলেন, আমি তাকে লাঞ্ছিত করিনা সংবাদটি মিথ্যা।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, বলেন এ ঘটনা আমি এখনো শুনিনি অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণকরা হবে