সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মসজিদে বক্তব্য দিতে গিয়ে মুসল্লিদের হামলার শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। শুক্রবার (১০ জুন) দুপুরে জুম্মার নামাযের পূর্বে বিহারী কলোনী জামে মসজিদে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত সিদ্ধিরগঞ্জ থানার ঐ পুলিশ কর্মকর্তা ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান।
ভারতে সরকার দলীয় বিজেপির দুই রাজনৈতিক ব্যক্তি কর্তৃক হযরত মুহামম্মদ (সাঃ) ও তার সহধর্মীনিকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সারা দেশের ন্যায় সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী কলোনী জামে মসজিদেও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঐ মসজিদের মুসল্লিরা। এসময় বক্তব্যকালে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সৈয়দ আজিজুল হক বলেন, ভারতের বিষয়টি ভারতেই থাক। এ বিষয়কে কেন্দ্র করে আমাদের এখানে যেন কোন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়। আপনারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান। এই বক্তব্যের জের ধরে মুসল্লিদের মধ্যে থাকা ১০/১২ জন আজিজুল হকের উপর হামলা করে। এতে গুরুতর আহত হয়ে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়। হামলার সময় দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার রবিন হোসেন বিল্লাল বাধা দিতে গিয়ে তিনি নিজেও আহত হন।
এ বিষয়য়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান জানান, ঐ এলাকায় বিট ইনচার্জের দয়িত্বে রয়েছেন এসআই আজিজুল হক। সে ঐ এলাকায় অসংখ্য মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং মাদকের আস্তানা গুড়িয়ে দিতে সহযোগীতা করেন। এর জের ধরেই কিছু মাদক ব্যবসায়ী মুসল্লি বেশে তার উপর হামলা করে। তাদেরকে চিহ্নিত এবং গ্রেফতারের চেষ্টা চলছে।