
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে ও নাসিক ১ নং ওয়ার্ডের ছাত্রলীগের সাবেক সভাপতিসহ তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে সিদ্ধিরগঞ্জ থানায়। সিদ্ধিরগঞ্জের এক ডিশ ব্যবাসায়ীর কাছ থেকে চাঁদা দাবি ও ডিশের সংযোগের ক্যাবল কেটে দেওয়ায় বুধবার (১ জুন) তিনি এ অভিযোগ করেন।
ইতিপূর্বেও এভাবে চাঁদা দাবি ও ডিশ সংযোগের ক্যবল কেটে দেওয়ায় ছাত্রলীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক জিডি এন্ট্রি করা হয় সিদ্ধিরগঞ্জ থানায়। জিডি এন্ট্রির পর কিছুদিন চুপ থাকলেও নতুন করে তারা চাঁদা দাবি ও চাঁদা না পেয়ে ডিশ ক্যাবল কেটে ফেলছে বলে অভিযোগ করেন ডিশ ব্যবসায়ীরা। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
অভিযোগ দায়ের করা ডিশ ব্যবসায়ী চাঁন বাদশাহ্ তার অভিযোগে উল্লেখ করেন, তিনি গত ২১ বছর যাবত সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকার বৈধভাবে ডিশ ব্যবসা করে আসছে। কিন্তু সম্প্রতি নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামের ছেলে ইলিয়াস ইসলাম লিয়ন ও তার সহযোগী মাসুদ ওরফে মাল্টিপারপাস মাসুদ, মোঃ আলামিন, তানজিল, মুন্না, উজ্জল, সাকিব তার (ডিশ ব্যবসায়ী চাঁন বাদশা) কাছ থেকে ৩ লাখ টাকা এককালীন ও মাসিক ৩০ হাজার টাকা মাসিক ভাড়া দাবী করে। তাদের দাবীকৃত টাকা তিনি না দেওয়াতে তারা ডিশ ব্যবসায়ী চাঁন বাদশার তার কেটে ফেলে।
পাশাপাশি তাদের হুমকিতে তিনি চরম আতঙ্ক এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন।
বুধবার (১ জুন) এ ব্যপারে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ (যার নং-২৭৪৬) দায়ের করেছেন বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মীর্জা মোঃ শহীদুল ইসলাম। তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
মাসোয়ারা ও এককালীন চাঁদা চাওয়ার কথা অস্বীকার করে এ ব্যাপারে নাসিক কাউন্সিলরের ছেলে ও ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস ইসলাম লিয়ন জানায়, নারায়ণগঞ্জের ডিশ বাবু ভাইয়ের সাথে আমি চুক্তি করে স্টার লিংক কমিউনিকেশন লিঃ নামে প্রতিষ্ঠানের মাধ্যমে আমার ছেলেদের দিয়ে ডিশ ব্যবসা করছি। আমি কাউকে হুমকি দিচ্ছি না। আমি ডিশ ব্যবসায়ী বাবু থেকে এখানে সাব অফিস এনে ডিশ ব্যবসাকে একটা সিস্টেমে আনতে চাচ্ছি।
এ ব্যপারে নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম জানায়, ব্যপারটি আমার জানা নেই। এর আগে সে এমন করাতে আমি তাকে ডিশ ব্যবসা নিয়ে এমন করতে নিষেধ করেছি। তারপরও কেন এমন করলো সে ব্যপারে আমি তাকে জিজ্ঞেস করবো।
এ ব্যপারে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, চর দখল করার মত আমরা কাউকে অবৈধভাবে কোন ব্যবসা দখল করতে দিবো না। এ ব্যাপারে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো। কাউকে ছাড় দেয়া হবে না। ডিস ব্যবসা আগে যেভাবে আছে সেভাবে থাকবে বলে আমি তাদের জানিয়ে দিয়েছি।