বিশেষ প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা বাজার ব্যাবসায়ীদের উদ্যোগে মানববন্ধন করেন ইদ্রিস হাওলাদার ও সাগর হাওলাদার এর স্ত্রী। স্বামীর খুনীদের ফাঁসির দাবিতে সাগরের স্ত্রী তার ৭ মাসের কন্যা সন্তানকে কোলে নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৪ টায় উপজেলার সাতলা বাজার স্কুল মাঠে মানববন্ধনে অংশ নিয়ে, নিহত ইদ্রিস হাওলাদারের শ্যালক ও আপন চাচাতো ভাই মোঃ জাকির হোসেন হাওলাদারের নেতৃত্বে গত ২৪/৮/২০২৪ তারিখ আলোচিত জোড়া খুনের ঘটনায় জড়িত ব্যাবসায়ী কিবরিয়া হাং সহ ঘটনায় জড়িত সকল আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন সাতলা বাজারের ব্যাবসায়ীগণ। নিহতের পরিবারসহ এলাকাবাসী মানববন্ধনে অংশ নিয়ে সবাই একটাই দাবি করেছে নৃশংস এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত ফাঁসি দেওয়া হোক।
এ সময় উপস্থিত ছিলেন, নিহত ইদ্রিস হাওলাদারের স্ত্রী রেশমা বেগম ও তার অবুঝ সন্তান নায়েব হাওলাদার, নাফিস হাওলাদার, নিহত সাগর হাওলাদারের স্ত্রী নিপা বেগম ও তার ৭ মাসের কন্যা সন্তান আসমা খানম, মাওলা মোঃ শরীফ, রফিক হাওলাদার, ইখতিয়ার বিশ্বাস, রফিকুল ইসলাম, রবিউল ইসলাম হাং আঃ রব হাং, নজরুল হাং রিপন হাওলাদার হোসনেয়ারা বেগম, সাথী খানম, নিলুফা বেগম, আব্দুর রব হাওলাদার, রিপন হাওলাদার, নাসির হাওলাদার, আক্কেল সন্নামত, সিরাজ হাওলাদারসহ এলাকার নারী-পুরুষ।
উল্লেখ্য ২৪ আগষ্ট রাত ১১ টায় মাছের ঘের নিয়ে দ্বন্দ্বের জেরে সাতলা গ্রামের ব্যাবসায়ী মোঃ ইদ্রিস হাওলাদার ও গাড়ির চালক আপন চাচাতো ভাই ওসমান গনি (সাগর) হাং কে তাদের গাড়ির গতি রোধ করে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যার ঘটনায় উজিরপুর মডেল থানায় নিহত ইদ্রিস হাওলাদারের স্ত্রী রেশমা বেগম বাদী হয়ে সাতলা ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার, কিবরিয়া হাং আছাদ হাং ইলিয়াস হাং সহ ২৬ জন কে এজাহার ভূক্ত আসামি ও অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
এদিকে হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন জেল হাজতে থাকলেও বাকি আসামিরা জামিনে এসে নিহতের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি ধামকি দিচ্ছেন এমন অভিযোগ নিহতের পরিবারের। তারা বলেন, এমন একটি নৃশংস হত্যাকান্ডের ঘটনার সঠিক বিচার না হলে এলাকাবাসীদের নিয়ে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন সহ বিভিন্ন কর্মসূচি দেয়ার কথা বলেন বিক্ষুব্ধরা।