মোঃ রফিকুল ইসলাম মৃধা: ২০০৯ সালে ঢাকার পিলখানায় সংঘটিত হত্যাকান্ডের দায় চাপিয়ে দেয়া কারাবন্দী সদস্যদের মুক্তি ও ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্যদের চাকরিতে পুনঃবহালের দাবী নিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিডিআর কল্যাণ পরিষদ।
রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা জানান, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করে অনাকাঙ্খিত হত্যাকান্ডের দায় নিরাপরাধ বিডিআর সদস্যদের উপর চাপিয়ে দেয়া হয়েছে। তাদের অনেক সদস্য অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই এখনো কারাবন্দী হয়ে আছেন এবং অনেকেই চাকুরীচ্যুত হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। এজন্য কারাবন্দী সদস্যদেরকে মুক্তি ও চাকরীচ্যুত সদস্যদের চাকরীতে পুনঃবহালের দাবী করেন তারা।
এসময় মানববন্ধনে সুবেদার আক্তারুজ্জামান, আরশাদ আলী, আব্দুল হালিম প্রমূখ বক্তব্য প্রদান করেন।