নিজস্ব প্রতিবেদক:
সাভার আশুলিয়ার (ঢাকা-১৯) আসনের সাবেক এমপি ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি এর আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ।
বৃহস্পতিবার দুপুরে সাভারের নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ঢাকা ১৯ এর সাবেক সাংসদ বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ পরিবার কল্যান সম্পাদক ডাঃ দেওয়ান মোঃ সালাহউদ্দিন বাবু, বলেন,বিএনপির কোন নেতাকর্মী ঝুট ব্যবসা দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে এবং কেন্দ্রীয় হাই কমান্ডে ও এমন নির্দেশা রয়েছে। গত সাপ্তাহ জুড়ে ছিলো সাভার আশুলিয়ার পোষাক কারখানা গুলোর ঝুট ব্যবসা দখলের মহাউৎসব চলেছে। আ.লীগ ও নিরপেক্ষ কেউ-ই বাদ যায়নি এ জুট ব্যবসা দখলের কবল থেকে। পোষাক কারখানার মালিকরা রয়েছে চরম আতঙ্কে।
আশুলিয়ার শিল্পাঞ্চল কবিরপুরে ইউরো আর্তে ও পলমল গ্রুপের আসওয়াদ (২) কারখানা জুট ব্যবসায় যাদের নামে চুক্তিনামা ছিলো ফ্যাক্টরি তাদের জুট দিতে চাচ্ছে। চুক্তিনামাধারিরাও বর্তমান বিএনপির নেতৃবৃন্দের সাথে মিলে ব্যবসা করতে চাচ্ছে কিন্তু স্থানীয় বিএনপির নেতারা জোর পূর্বক দা, রড, লাটি সোটা নিয়ে গত মঙ্গলবার থেকে উক্ত ফ্যাক্টরির জুটের ট্রাক আটক করে ট্রাক ড্রাইভার কে মারধর করে ও দুটি ঝুট ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো -ট-১৫৯৪৬০ ও ঢাকা মেট্র- ১৪৯০৩৫) নিয়ে যায়। আজকেও তারা পলমল গ্রুপের আসওয়াদ ২ গার্মেন্টসের এর ঝুট জোর করে নিয়ে যায়।
এ সময় ডাঃ দেওয়ান মোঃ সালাহউদ্দিন বাবু, সাংবাদিকদের আরো বলেন, ছাত্র আন্দোলন বর্তমানে থানায় দায়েরকৃত মামলা সমুহে সত্যিকারের অপরাধীরা যেন আসামী হয় এ ব্যাপারে সাভার থানার ওসির সাথে কথা হয়েছে এবং আশুলিয়া থানার ওসির সাথেও আমি কথা বলবো। কোন নিরপরাধী যেন আসামীর তালিকায় ঠাই না পায়। তিনি আসন্ন দুর্গা পুজা উপলক্ষে বিএনপির নেতা কর্মীদের সনাতনীধর্মলম্বী ভাই বোনদের পুজা মন্ডপ গুলো পাহারার দায়িত্ব নিতে বলেন।
এছাড়াও এসময় সাবেক এমপি দেওয়ান মোঃ সালাহউদ্দিন বাবু,সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।