মোঃ রফিকুল ইসলাম মৃধা ঘিওর মানিকগঞ্জ :
মানিকগঞ্জের ঘিওরে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) ঘিওর কালিবাড়ী নাট- মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে সকালে ঘিওর বাসট্যান্ডে অবস্থিত নাট মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি মন্দির থেকে বের হয়ে, বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পূণঃরায় মন্দিরে গিয়ে সমবেত হয় এবং এক আলোচনা সভার আয়োজন করে।
মন্দির কমিটির সভাপতি শ্রী রাম চন্দ্র সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীলের সঞ্চালনায় আলোচনা সভায় ঘিওর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক অজয় রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. শচীন্দ্রনাথ মিত্র, জেলা বিএনপির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল আলীম খান মনোয়ার, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সহ-সভাপতি আবু কাওছার রেজা, যুগ্ন সম্পাদক মোঃ জানে আলম,
মন্দির কমিটির সভাপতি মন্ডলীর সদস্য শ্রী প্রশান্ত কুমার সরকার ও পরিতোষ সাহা সহ সনাতন ধর্মাবলম্বীদের অসংখ্য ভক্তগণ উপস্থিত ছিলেন।
রাতে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলে বণ্যার প্রাদুর্ভাব থাকায়, এবারের জন্মাষ্টমী স্বল্প পরিসরে পালন করা হচ্ছে। এছাড়া সংগৃহীত তহবিল থেকে অর্থের একটি অংশ বণ্যার্তদের জন্য পাঠানো হয়েছে বলে আয়োজকরা জানান।