
নিজস্ব প্রতিবেদক:
তিতাস টিএন্ডডি আশুলিয়া জোনাল অফিস কতৃক ইয়ারপুর ইউপির উত্তর গোমাইলের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত।
অভিযানে ৩ কিলোমিটার এলাকায় প্রায় ৬শ বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করন করা হয়েছে
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার তিতাস টিএন্ডডি আশুলিয়া জোনাল অফিসের নিয়োমিত কার্জক্রমের অংশ হিসাবে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন এর উত্তর গোমাইলের সহ বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের বৈধ সঞ্চালন লাইন থেকে নেওয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করেন তিতাস কতৃপক্ষ।
অভিযানে এসময় অবৈধ সংযোগে ব্যাবহৃত পাইপ রাইজার ও চুলা জব্দ করা হয়েছে, বলে জানান অভিযান পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত উর্ধতন কর্মকর্তা, ব্যাবস্থাপক প্রকৌশলি আবু সাদাৎ মোহাম্মাদ সায়েম
অভিযানটি চলাকালে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপ- ব্যাবস্থাপক আনিসুজ্জামান রুবেল , উপ- ব্যাবস্থাপক আব্দুল মান্নান ,স্হ- ব্যাবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান সহ ৩০সের অধিক তিতাসের কারিগরি টিমের সদস্যগণ।
অভিযান চলাকালে আইন সৃংখ্যলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে, আশুলিয়া থানা উপ-পরিদর্শক মঞ্জুর নেতৃত্যে মহিলা পুলিশ সহ বেশকিছু পুলিশ সদস্য দিনভর দায়িত্ব পালন করেন।