
আঃ খালেক মন্ডল গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে সনাতন হিন্দুধর্মালম্বীদের শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী সফলভাবে পালনর লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষি অফিসার মোছা. ফাতেমা কাওসার মিশু, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বাবু নির্মল মিত্র, সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা, প্রেস ক্লাব পলাশবাড়ীর সভাপতি মন্জুর কাদির মুকুল ও রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সনাতন হিন্দুধর্মালম্বীদের শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পৌরশহরের কালীবাড়ী বাজারে কেন্দ্রীয় কালি মন্দির হতে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় কালি মন্দিরে এসে শেষ হবে। পরে তাদের নিজ নিজ ধর্মালম্বীদের আচার-অনুষ্ঠান পালন করা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
সভায় হিন্দুধর্মালম্বীদের শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী সফলভাবে পালন করতে উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের সার্বিক আইনশৃংখলা বিষয়ে সার্বক্ষনিক সহযোগিতা করার সিদ্ধান্ত গৃহীত হয়।