
এ এইচ অনিক বিশেষ প্রতিনিধি :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ২ উজিরপুর বানারীপাড়া সংসদীয় আসন থেকে এম পি হিসেবে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেন, জনপ্রিয় গায়ক নকুল কুমার বিশ্বাস। তিনি বলেন সারা জীবনই গান গাওয়ার পাশাপাশি দুঃখী ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। কাজ করতে গিয়ে ধর্ম বর্ন নির্বিশেষে সবার কাছে, সবার পাশে দাড়িয়েছি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে তাদের সাহায্য সহায়তা করেছি, শুধু এখানেই নয়, সবখানেই আমার জনপ্রিয়তা রয়েছে। এ-কারনেই উজিরপুর বানারীপাড়া বাসী আমাকে তাদের জন প্রতিনিধি হিসেবে পেতেচায়।
এক প্রশ্নের জবাবে নকুল কুমার বিশ্বাস বলেন হটাৎ একটি গানের শুটিং করতে গিয়েছিলাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সাতলার লাল শাপলার বিলে। ভিডিও ধারন করিতে গিয়ে, সুযোগ হলো আমার পুর্বোপুরুশেদের ঠিকানা বরিশাল ২ এর সাবেক সংসদ সদস্য বাবু নরনাথ বাইনের গ্রাম এই সাতলা সহ উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখার।
সুযোগ হয়েছে আমার ভক্ত বৃন্দু সহ সবার সাথে দেখা করার ও কথা বলার। তখন উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আশা জনসাধারন এবং আমার গনের ভক্তবৃন্দ , তাদের একটিই দাবি ছিলো দাদা আপনি সারা দেশের সব শ্রেনীর দর্শকদের বিনোদন দিয়ে থাকেন, আপনি সবার পরিচিত মানুষ, আপনি হারমোনিয়ামের জাদুকর।
তারা বলেন আপনি অসাম্প্রদায়িক শিল্পী সহ উপস্থিত গানের জনক , ধর্ম বর্ন নির্বিশেষে সব শ্রেণীর মানুষের নকুল দা, সবার সাথে মিলেমিশে জীবনচলার মানুষ আপনি। দুঃখী মানুষের বন্ধু, তাই আপনাকেই বরিশাল ২ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।
কথাগুলো শুনে তখন থেকেই আমার মনে হলো দেশের প্রতিটি এলাকায় যখন উন্নয়নের জোয়ার বইছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা গ্রাম হবে শহর, ডিজিটাল বাংলাদেশ থেকে এবার হবে স্মার্ট বাংলাদেশ। ঠিক সেই সময় এই এলাকার বড়োবড়ো সেতু নির্মাণ হলেও সড়কের বা যোগাযোগের এ-অবস্থা ছাড়াও, জীবন মান উন্নয়নে ও অনেক পিছিয়ে আছে এই এলাকাবাসী।
আমার ভবনায় এলো, সুযোগ পেলে অবহেলিত এ-অঞ্চলের উন্নয়নে জনসাধারণের পাশেথেকে শুধু প্রতিশ্রুতি নয়, প্রতিজ্ঞা করি, সেবক হিসেবে আগামী জাতীয় নির্বাচনে সুযোগ পেলে এই দুটি উপজেলা বসীর কাছে থেকে, পাশে থেকে সেবাকরে যেতে চাই।
এ-সময় উপস্থিত এলাকার জন সাধারণের কথায় জানাগেল, উজিরপুর বানারীপাড়া বরিশাল ২ এই আসন থেকে এযাবৎ যে-সকল সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের মাঝে বাবু নরনাথ বাইন ও গোলাম ফারুক অভি ছিলেন আমাদের উজিরপুর উপজেলার বাসিন্দা। আর বাকি সব নেতাই ছিলেন বিভিন্ন উপজেলা থেকে আশা। যেমন বর্তমান সংসদ সদস্য মোঃ শাহা আলম বানারীপাড়ায় উপজেলায় বাড়ি, রাশেদ খান মেনন বাবুগঞ্জে বাড়ি, এ্যাড, তালুকদার মোঃ ইউনুস আগৈলঝাড়া উপজেলায়, মোয়াজ্জেম হোসেন আলাল বরিশালের।এবার স্থানীয় জনসাধারণ এম পি হিসেবে নকুল কুমার কে পেতে চায়।