
এ এইচ অনিক, বিশেষ প্রতিনিধি: মাদক নির্মূলে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষণা করেন অনেক দিন আগেই।
সেই থেকে দেশের প্রতিটি পাড়া মহল্লায় আইন শৃংখলা রক্ষা বাহিনীর অভিযান বা ভুমিকা ছিলো কঠোর। এ-কারনেই হয়তো অনেকটা ঝিমিয়ে পড়েছিলো মাদক ব্যবসা ও মাদক সেবিদের কর্ম কান্ড, কিন্তু অদৃশ্য কারনে আবারো মাদক ব্যবসা ও মাদক সেবিদের আনাগোনা আবারও বৃদ্ধি পাচ্ছে।
খোঁজ নিয়ে জানাযায়, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কয়েকটি পয়েন্টে দিয়ে প্রতিবেশী জেলা উপজেলা থেকে নদী পার হয়ে বকঝুড়ি খেয়াঘাঘাট ধানাইড শিয়রবর খেয়াঘাট টিটা পানাইন সহ কয়েকটি পয়েন্টে দিয়ে রাতের আধারে অবৈধ পথে এ-সব মাদক বহনকারী উপজেলার বিভিন্ন স্থানে পৌছে দেয়। এর সাথে বিষয়, তাগলো বিভিন্ন হাট বাজারে ক্যারামবোর্ডের নামে চলে জুয়ার আড্ডা, একারনেও ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক পরিবার, অপরাধে জড়িয়ে পরছে উঠতি যুব সমাজ, এমন ধারনা সচেতন মহলের।
এ-সব অপরাধী ধরতে আলফাডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে সাজাপ্রাপ্ত আসামি সহ মাদক ব্যবসায়ী কে জেল জরিমানা করেছে, উপজেলা নির্বাহী অফিসার। এরই ধারাবাহিকতায় এস আই আনিসুর রহমান ও সংগীয় ফোর্স তাদের বিশেষ অভিযানে উপজেলার রুদ্র বানারচর ইটের সলিং এর রাস্তা থেকে রফিকুল ইসলাম ২৫ নামের এক ব্যক্তিকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে। পরে তার নামে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলার রুজু করা হয়।
অপরদিকে, এসআই মোশারফ হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চলাকালে কটুরাকান্দি স্কুলের সামনে থেকে মোঃ নয়ন ২৫ নামে এক যুবক কে, এক পুড়িয়া গাজা সহ আটক করা হয় এবং তাৎক্ষণিক আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত আসামীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এস আই আসলাম উদ্দিন এর নেতৃত্বে ছয় মাসের সাজাপ্রাপ্ত জিআর পরোয়ানা মামলার পলাতক আসামী লিটন শিকদার কে গ্রেফতার করে কাল দুপুরেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আরো একটি ঘটনায় এসআই রবিউল ইসলাম এর নেতৃত্বে ০৬ মাসের সাজা প্রাপ্ত সিআর পরোয়ানার পলাতক আসামি মোঃ শোহেবুর রহমানকে গ্রেপ্তার করে তাকে ও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এ এস আই সাহাজুল এর নেতৃত্বে দীর্ঘদিনের একটি চুরি মামলায় জিআর পরোয়ানার পলাতক আসামি হাদি হাবিবকে গতকাল বিকেলে বানা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের আমাদের প্রতিনিধিকে বলেন আলফাডাঙ্গা থানাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে যা কিছু দরকার আমাদের আইনশৃঙ্খলা বাহিনী করবে, এসব অপরাধীর কোনো ছাড় দেওয়া হবেনা।