
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৫বছরের শিশু ইয়ামিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শনিবার বিকাল ৪টায় উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাইগোবিন্দপুর গ্রামে আসামি রেজাউল ওরফে নিজামের ফাঁসির দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ইউপি সদস্য আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নাছির শেখ, মহিন শেখ, সুজন গোশ^ামী, ইমান আলী শেখ, রেজ্জাক শেখ ও সালাম শেখ। এ সময় এলাকার নারী-পুরুষের লোকজন এ মানবন্ধনে অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য গত ১৭জুলাই রাতে শিশু ইয়ামিন তার দাদী নাছিমা বেগমের সাথে ঘরের খোলা বারান্দায় ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ হয়। পরদিন সকালে বাড়ির অদুরে একটি পাট ক্ষেতের মধ্যে থেকে ক্ষত লাশ এলাকার লোকজন দেখে থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থালে গিয়ে লাশটি উদ্ধার করে। এই বিষয়ে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।