
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :
পেঁয়াজের ওজন ও দাম কম দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ঘের ঘটনার সংবাদ সংগ্রহ করার অপরাধে দৈনিক ভোরের কাগজের রাজবাড়ীর বালিয়াকান্দি প্রতিনিধি শহিদুল আলম মিয়া মিলনের বিরুদ্ধে আদালতে দুইটি মামলা প্রত্যাহারের দাবিতে ঘন্টাব্যাপী মানবন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা।
বুধবার (১৬ আগষ্ট) দুপুরে বালিয়াকান্দি প্রেসক্লাব সহ জেলা ও উপজেলার কর্মরত সাংবাদিকদের আয়োজনে চৌরাস্তায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের অর্ধশত সাংবাদিক এই মানবন্ধনে অংশ গ্রহন করেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রাজবাড়ী জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা চেয়ারম্যানের বরাবর স্বারকলিপি প্রদান করেন সাংবাদিকবৃন্দ।
বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি মো. আতিয়ার রহমান আতিকের সভাপতিত্বে ও গোলাম মর্তবা রিজুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তী বার্তা ২৪কমের সোহেল মিয়া, বাংলাদেশ প্রতিদিনের দেবাশীষ বিশ্বাস, ৭১টিভির মেহেদি হাসান, যমুনা টেলিভিশনের রুবেলুর রহমান, দৈনিক সংবাদের সনজিৎ কুমার দাস, সমায়ের কাগজের কামরুজ্জামান কামরুল, দেশের কন্ঠের রফিকুজ্জামান লিটন ও রাহাত হোসেন ফারুক প্রমুখ।
বক্তারা বলেন উপজেলার জামালপুর বাজারের পেঁয়াজ আড়তদারদের সিন্টিকেটের মূলহোতা তৈয়ব আলী মন্ডল। তিনি পেঁয়াজ বাজার নিয়ন্ত্রণ করে কৃষকদের নানা ভাবে হয়রানি করে থাকেন। ধলতার নামে প্রতি মণ তিনি ৪৪কেজি করে পেঁয়াজ কিনে থাকেন। মামলা দিয়ে সাংবাদিকসহ কৃষকদের হয়রানি করছেন। জামালপুর কৃষক বাবু শেখসহ বেশ কয়েকজন কৃষকের বিরুদ্ধে থানায় ২০ লক্ষ টাকার মামলা দায়ের করেছেন। সংবাদ সংগ্রহ করার অপরাধে ক্ষিপ্ত হয়ে তিনি সাংবাদিকের নামেও আদালতে দুইটি মামলা দায়ের করেছেন। দূত এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং তৈয়ব আলী মন্ডলের বিরুদ্ধে কৃষকদের মারার অপরাধে শাস্তির দাবি জানাচ্ছি।
স্বারকলিপি হাতে পাওয়া বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পেঁয়াজ বেচাকেনা নিয়ে সংঘর্ঘেও ঘটনাটি তার জানা আছে। তিনি এ বিষয়টি দেখবেন। সাংবাদিক ও কৃষকের বিরুদ্ধে মামলা ঘটনা দুঃখ জনক। পেঁয়াজ নিয়ে কোন ধরণের সিনিমিনি খেলা যাবে না।
উল্লেখ্য বুধবার (২আগষ্ট) সকালে ও বিকালে দাম নিধারণের পর প্রতি মণ ১০০টাকা কম দেওয়ায় পেঁয়াজ বিক্রেতা ও আড়তদারের মধ্যে দু দফা সংঘর্ষেও ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে ৫জন আহত হয়েছিল।
এ ঘটনা সংবাদ সংগ্রহ করতে গেলে তৈয়ব রোষানলে পরে সাংবাদিক মিলন। ঘটনার এক সপ্তাহ পর তৈয়ব মন্ডল রাজবাড়ী আদালতে সাংবাদিক মিলনসহ ৯ জন কৃষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।