
মোঃ রফিকুল ইসলাম মৃধা :
সারা দেশের ন্যায় মানিকগঞ্জের ঘিওরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে, উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক-পৃথক কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচী অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত করণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাচ ধারণ, শোক র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
সকাল সাতটায় উপজেলা প্রশাসন, ঘিওর থানা, উপজেলা আওয়ামী লীগ, শিক্ষা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। এরপর ঘিওর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বেলা ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মিন্টু, সহ- সভাপতি ইকরামুল ইসলাম খবির, বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ শামীম, ঘিওর থানার তদন্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মান্নান, কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী সহ বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।
এদিকে দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হামিদুর রহমানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় বক্তৃতা করেন। এসময় তিনি বলেন, আজকের দিনটি বাঙ্গালী জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ব-পরিবারে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে শাহাদাত বরণ করেন। সাধিত হয় এক অপুরণীয় ক্ষতি। তিনি আরো বলেন, চক্রান্ত এখনো চলছে। যে কোন চক্রান্ত রোখার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে।