
মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের ১২ তম মৃত্যুবার্ষিকীতে সংহতি মানববন্ধন, স্মৃতিচারণ, বৃক্ষরোপন, আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ আগস্ট) ঢাকা- আরিচা মহাসড়কের ঘিওর উপজেলাধীন জোকা এলাকায় (দুর্ঘটনা কবলিত স্থান) এ মানববন্ধন ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণ শেষে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপন করা হয়।
পরে বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের গণকেন্দ্র পাঠাগারে আলোচনা সভা, শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযেগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ প্রেসক্লাব, বারসিক, ঢাকা- পাটুরিয়া রেললাইন বাস্তবায়ন আন্দোলন কমিটি, তারেক মাসুদ- মুনীর স্মৃতি পরিষদ, রেইনবো থিয়েটার, আলোর পথ, কবি নজরুল – প্রমীলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, তারুণ্য, কাকজোড় গোল্ডেন স্পোটিং ক্লাব সহ বিভিন্ন সংগঠন এ আয়োজনে অংশগ্রহণ করে।
মানববন্ধনে মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লবের সভাপতিত্বে একাত্তরের ঘাতক- দালাল নির্মূল কমিটির মানিকগঞ্জ জেলা সভাপতি এ্যাড. দীপক কুমার ঘোষ, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম, তারেক মাসুদ- মুনীর স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রিপন আনসারী, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, বারসিকের জেলা সমম্বয়কারী বিমল রায়, হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন, রেইনবো থিয়েটারের প্রতিষ্ঠাতা পরিচালক গিনি আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সম্পাদক আতোয়ার রহমান তোজা প্রমূখ বক্তব্য রাখেন।
স্মরণ সভায় বক্তারা স্মৃতিফলক স্থানে তারেক মাসুদ- মুনীরের ভাস্কর্য নির্মাণ, ঢাকা- মানিকগঞ্জ- পাটুরিয়ায় রেল লাইন নির্মাণ, মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও মহাসড়কে দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক মিশুক মুনীর সহ ৫ জন ঘিওর উপজেলার জোকা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।