
এ এইচ অনিক বিশেষ প্রতিনিধি :
মানুষের কাছে, মানুষের পাশে’ এই শ্লোগানকে সামনে রেখে, আলকিত ফরিদপুর ১ আলফাডাঙ্গা বোয়ালমারী মধুখালি গড়তে এলাকার সকল শ্রেণির মানুষের দুঃখ-দুদর্শা, বিপদ-আপদের সংবাদ কানে এলেই ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছুটে যান যিনি। তিনি হলেন সাবেক সহ-সভাপতি, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি ও কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন চেয়ারম্যান এবং ঢাকা টাইমস, এই সময় এর সম্পাদক আরিফুর রহমান দোলন।
তার কথায়, হিংসা, বিদ্বেষ, ঈর্ষা, পরিহার করে ঐক্যবদ্ধভাবে ফরিদপুর ১ এগিয়ে যাক,উন্নয়নের ধারা আরও বেগবান হোক,কর্মসংস্থান বাড়ুক, শিক্ষা, সাস্থ্যসহ নাগরিক সুবিধা এই প্রত্যাশা তার। এসবের বাস্তব প্রমান মিলেছে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) দিনব্যাপী আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় সাথে থেকে তার কর্মকাণ্ড দেখে। এলাকার বিপদগ্রস্ত মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সুখ দুঃখের খোজ খবর নিলেন আরিফুর রহমান দোলন।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ১ আলফাডাঙ্গা বোয়ালমারী মধুখালি এলাকায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের, উন্নয়ন কর্মকাণ্ডের উপর নানা প্রচার প্রচারণা চালিয় যাচ্ছেন। যেমন এলাকার বিভিন্ন স্কুল কলেজ, হট বাজারে পথসভা উঠোন বৈঠক ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এলাকার জনসাধারণের প্রানের মানুষ হয়ে উঠেছেন, আরিফুর রহমান দোলন। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার গভীর রাতে আলফাডাঙ্গা পৌর এলাকার নওয়াপাড়া গ্রামের রফিক তালুকদারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে এসময় তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়।
সাংবাদ পেয়ে সকালেই সহকর্মীদের নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সান্ত্বনা দিতে ছুটে যান তাদের বাড়িতে। এসময় তাদের মুখে শুনেন রাতের ঘটনা সম্পর্কে এবং মনযোগ সহকারে শোনেন দোলন। তাত্ক্ষণিক আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের এর সাথে ফোনে কথা বলেন দোলন এ-বিষয়ে। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন তিনি। ওখনথেকে গোপালপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ বিল্লাল হোসেনের অসুস্থতা ও তার শারিরিক খোজ খবর নিতে তার বাড়িতে যান সবার প্রিয় এই মানুষটি ।
দুপুরে মুশালধারে বৃষ্টি উপেক্ষা করে, ছুটে যান আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা গ্রামে। বিরল রোগে আক্রান্ত দুই ভাই মাদ্রাসা ছাত্র আবির হুসাইন নাঈম ও ছোটো ভাই নূর হোসেনের শারীরিক খোঁজ-খবর নিতে। জন্ম থেকে এই শিশু দুটির চোখ, নখসহ শরীরের বেশিরভাগ অংশ ফেঁটে গিয়ে রক্তাক্ত-ক্ষতের সৃষ্টি হওয়ায়। গরম সহ্য করতে পারত না তারা দুজনেই। এজন্য তাদের শরীরে ঠান্ডাপানি ঢালতে হতো। শরীর ঠান্ডা করার জন্য ।
পরিবারটির অর্থ সংকটের কারনে ঠিকমতো চিকিৎসা করাতে পারছিল না। খবরটি গণমাধ্যমে প্রকাশিত হলে মানুষের কাছে ও মানুষের পাশে থাকার নেতা আরিফুর রহমান দোলন তাদের পাশে দাঁড়ান, এবং তাদের আর্থিক সহায়তা সহ আগামীতেও তাদের পাশে থাকার আস্বস্ত করেন, হটাৎ আরোএকটি মানবিক সমস্যার সংবাদে ঢাকাথেকে একটি ফোন পয়ে, আবারও ঢাকার উদ্দেশ্যে ছুটে যান তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন, ফরিদপুর জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন চুন্নু, জেলা পরিষদ সদস্য আহসান হাবীব হাসান শিকদার, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, টগরবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শাহীদুজ্জামান, সাবেক ইউপি সদস্য মোঃ আরিফুল ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, বিশেষ প্রতিনিধি এ এইচ অনিক উপজেলা কৃষকলীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. নাজমুল ইসলাম রানা, গোপালপুর ইউনিয়ন পরিষদের সদস্য টিটন মোল্লা, ছোটন মোল্লা সহ স্থানীয় আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী গন।