
এ এইচ অনিক বিশেষ প্রতিনিধি:
আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা বাজারে আওয়ামী লীগ সরকারে উন্নয়ন কর্মকাণ্ডের উপর আলোচনাসভা ও উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধায় অনুষ্ঠীত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তাব্যে আরিফুর রহমান দোলন বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলোকিত ফরিদপুর ১ আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালি গড়তে মানুষের কাছে মানুষের পাশে থেকে সব সময় কাজ করার সুযোগ চাই। সুযোটা হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলতে আপনাদের ভোটদিয়ে আমাকে আপনাদের সুখ দুঃখের কথাবলার সুযোগ করে দিতেহবে। আর সে সুযোগ কাজে লাগিয়ে আগামীতে আপনাদের সেবা কারাতে পারবো ইনশাল্লাহ ।
এসময় এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন বক্তাগন। যেমন উপজেলার বিভিন্ন এলাকায় মধুমতী নদীর ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গন কবলিত এলাকাগুলির মাঝে চরডাঙ্গা, চর আজমপুর, শিয়রবর বকঝুড়ি ঘাট টিটা পানাইল সহ বোয়ালমারী মধুখালির বিভিন্ন এলাকার কথা বলাহলে জবাবে আরিফুর রহমান দোলন বলেন। নদী ভাঙ্গন রোধে নদী শাসানের দাবিটি গুরুত্বপূর্ণ একটি দাবি, এ-দাবিটি আপনাদের পক্ষথেকে সংশ্লিষ্ট কর্তিপক্ষের কাছে তুলে ধরা এবং সমাধানের ও আশ্বাস দেন। এছাড়াও এলাকার বহু রেকডিও জমি, খাশ খতিয়ান থেকে পুর্বের ন্যায় মালিকানায় ফিরে পেতে জমির মালিকদের কে সার্বিক সহায়তার আশ্বাস দেন দোলোন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করে সংসদে যাওয়ার সুযোগ করে দিলে জীবনে যতদিন বেচে থাকবেন সব সময় এলাকার জনসাধারনের পাশে ও কাছে থেকে কাজ করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জালাল উদ্দীন ফকির এর সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য মোঃ আরিফুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনমুন্সী ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও ঢাকা টাইমস এর সম্পাদক জননেতা আরিফুর রহমান দোলন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বাইচ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকেন্দার আলম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, কবির হোসেন, মিয়া রাকিব মোঃ মোজাহিদুল ইসলাম রবিদুল ইসলাম ওহিদুল, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোনায়েম খান, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ওমর গাজী, মোসাম্মাদ বিউটি বেগম মোঃ আবু ছাইদ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। বক্তাগন তাদের বক্তব্যে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলেধরেন।