
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।শনিবার (২২ জুলাই ) ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী হলরুমে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।
প্রথম অধিবেশনে জাতীয় সঙ্গীতের সাথে বেলুন ও পায়ড়া উড়িয়ে সভার উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি । দ্বিতীয় অধিবেশনে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, সদস্য এ্যাড. সফুরা বেগম রুমী, এ্যাড হোসনে আরা লুৎফা ডালিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেন এমপি, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এমপি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।