
ডেস্ক রিপর্ট :
তিতাস টিএন্ডডি আশুলিয়া জোনাল অফিস কতৃক গাজীপুর মেট্রো কাসেমপুর থানাধীন সোলডুবির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত। অভিযানে ২ কিলোমিটার এলাকায় প্রায় ৫শ বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করন করা হয়েছে ।এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫বাড়িতে আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।
২০ জুলাই বৃহস্পতিবার তিতাস টিএন্ডডি আশুলিয়া জোনাল অফিসের নিয়োমিত কার্জক্রমের অংশ হিসাবে গাজীপুর মেট্রো কাসেমপুর থানাধীন সোলডুবির বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের বৈধ সঞ্চালন লাইন থেকে নেওয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করেন তিতাস কতৃপক্ষ।
অভিযান চলাকালে এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫বাড়িতে ৯০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিসট্রেট সায়েদা খানম লিজা তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযানে, তিতাস ট্টিএন্ডডি আশুলিয়া জোনাল বিপনন অফিস জানান, আজকের অভিযানে ২ কিলোমিটার এলাকার ৫শ বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করন করা সম্ভব হয়েছে।
এছাড়াও অভিযানে অবৈধ সংযোগে ব্যাবহৃত পাইপ রাইজার ও চুলা জব্দ করা হয়েছে, বলে জানান অভিযান পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত উর্ধতন কর্মকর্তা, ব্যাবস্থাপক প্রকৌশলি খাদেমুদ্দিন অভিযানটি চলাকালে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপ- ব্যাবস্থাপক আনিসুজ্জামান রুবেল , উপ- ব্যাবস্থাপক আব্দুল মান্নান ,স্হ- ব্যাবস্থাপক আল-মামুন সহ তিতাসের ৩০সের অধিক কারিগরি টিমের সদস্যগণ। অভিযান ও ভ্রাম্যমান আদালত চলাকালে আইন সৃংখ্যলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে, কাসেমপুর মেট্রো থানা উপ-পরিদর্শক তানভিরের নেতৃত্যে মহিলা পুলিশ সহ বেশকিছু পুলিশ সদস্য দিনভর কাজ করেন।