
এ এইচ অনিক বিশেষ প্রতিনিধি ;
আজ বিকাল ৪টায় আলফাডাঙ্গা উপজেলার ৪নং টগরবন্দ ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ আলফাডাঙ্গা উপজেলা শাখার আহবায়ক মোঃ ইরান মোল্লার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক লিটন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আব্দুস সোবান সভাপতি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ফরিদপুর জেলা শাখা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফরিদ মিয়া সাধারণ সম্পাদক আওয়ামী মৎস্যজীবী লীগ ফরিদপুর জেলা শাখা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল আলিম সুজা সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রউফ তালুকদার সহ সভাপতি আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন তারা মিয়া সহ সভাপতি আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ মোঃ মমিনুর রহমান সবুজ সাবেক যুগ্ম আহবায়ক বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ফরিদপুর জেলা শাখা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন ফকির সভাপতি ৪নং টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগ কাজী কামরুল ইসলাম সাধারণ সম্পাদক ৪নং টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মিয়া মুক্তিযুদ্ধা কমান্ডার ৪নং টগরবন্দ ইউনিয়ন মোঃ হামিদুল ইসলাম সাধারণ সম্পাদক টগরবন্দ ইউনিয়ন শ্রমিক লীগ ওমর গাজী সভাপতি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ শেখ ওবায়দুর রহমান সাধারণ সম্পাদক ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ মোঃ ইকবাল মোল্লা সাধারণ সম্পাদক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ছাত্রলীগ নেতা মোঃ রাকিবুল ইসলাম আওয়ামী লীগ নেতা মোঃ নাহিদ হাসান রুমি মোঃ এলামুল হক মোঃ রাজেশ মোঃ রেসালত মোঃ রেজাউল মুন্সি মোঃ ওসমান সহ দলিয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী গন।