
মনির হোসেন নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ ও জল্লা গ্রামের ওপর দিয়ে শুক্রবার দুপুরে টর্নেডো বয়ে গেছে। মাত্র ২ মিনিটের এই টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে আলীয়াবাদ গ্রামের বেশ কিছু বাড়িঘর। আহত হয়েছে তিনজন। উপড়ে গেছে বহু গাছপালা।
টর্নেডোর তাণ্ডবলীলায় বসত ঘরের চালা আকাশে উড়তে দেখে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ভয়ে চিৎকার শুরু করেন। আলীয়াবাদ গ্রামের সোহরাব হোসেনের নির্মাণাধীন একটি গরুর খামার ও মোবারক হোসেনের ছেলে ইকরাম হোসেনের বসতঘর আকাশে উড়ে গিয়ে আশপাশের বিভিন্ন বাড়িতে ও জমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
এ ছাড়াও আরো অনেকের ঘরের চাল উড়ে গেছে। জল্লা গ্রামের ভানু মিয়ার বাড়ির দেয়াল ভেঙে গেছে। আলীয়াবাদ গ্রামের সাদ্দাম হোসেনের ঘরের টিন উড়ে এসে তার বৃদ্ধা মায়ের উপর পড়ে তাতে তিনি গুরুতর আহত হয়েছেন। সেলাই লেগেছে ১৮টি, এ ছাড়া আরো দুজন আহত হয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।