
মোঃ রফিকুল ইসলাম মৃধা: মানিকগঞ্জের ঘিওরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ মে) দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিন বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঘিওর বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে পূণঃরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মিন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হামিদুর রহমান আলাই, অধ্যাপক রঞ্জিত কুমার রায়, গৌরাঙ্গ কুমার ঘোষ, আব্দুল আলীম লেবু প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা ৪২ বছর আগে ১৯৮১ সালের এই দিনে প্রধানমন্ত্রীর স্বদেশে প্রত্যাবর্তনের ঐতিহাসিক স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন।