
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের মনু বাবু’র ঘাট থেকে আজ বৃহস্পতিবার সকালে জিলানী (৩২) নামে এক যুবক মহিষ নিয়ে সাঁতার কেটে বুড়ি নদী পার হওয়ার সময় নদীর স্রোতে কবলে পরে নিখোঁজ হয়েছেন। সে সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লুপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। নবীনগরে ভাড়া বাসায় থেকে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতো। ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।
স্থানীয়রা জানায়, সকালে ৪টি মহিষ নিয়ে জিলানী ও হেলাল নামের দুই যুবক মনু বাবু’র ঘাট থেকে বুড়ি নদীতে সাঁতরে বগডহ’র বিলে যাচ্ছিলেন। হেলাল ২টি মহিষ নিয়ে নদী পাড় হতে পারলেও বাকি ২টি মহিষ নিয়ে নদী পর হবার সময় মাঝ পথে জিলানী নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। জিলানীর পরিবারের লোকজন নদীর তীরে বসে আহাজারী করছে। বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত আছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রশিদ বলেন, নবীনগর ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালাচ্ছেন সাথে আমাদের পুলিশ ফোর্স রযেছে।