
আঃ খালেক মন্ডল গাইবান্ধা :
“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের কুঠিপাড়া গ্রামে বুধবার দুপুরে কৃষক আজগর আলীর জমিতে উফশি জাতের ধান কাটা ও মাড়াই শুভ উদ্বোধন করা হয় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার আয়োজনে ।
গাইবান্ধা সদর উপজেলার কৃষি অফিসের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই বোরো শস্য কর্তন আনুষ্ঠানিকতা সুচনা করা হয়। এছাড়াও একই ইউনিয়নের পশ্চিম কোমরনই গ্রামের ময়নুল ইসলাম মন্ডল ও বারুইপাড়া গ্রামে আব্দুল লতিফের জমিতেও ধান কর্তন ও মাড়াই করা হয়।
ধান কর্তন ও মাড়াইয়ের সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হারুন মিয়া, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোর্শেদুন্নাহার, মোছা তাপসী বেগম, ফারহানা সানজিদা লিজা, মোঃ মিজানুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, কৃষক রাশেদুল ইসলাম।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, জেলায় এ বছর ১ লাখ ২৮ হাজার ২০৫ হেক্টর জমিতে বোরো ধান রোপন করা হয়। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫ লাখ ৬২ হাজার ৮১৯ মে. টন। উল্লেখ্য, এবার ধানের আদ্রতা শতকরা ২৩.৮ পাওয়া যায় এবং ওই ধান শুকানোর পর হেক্টরে পাওয়া যাবে ৭.৫ মে. টন। বিঘা প্রতি ধান উৎপাদন হবে প্রায় ২৫ মণ।