
Exif_JPEG_420
আঃ খালেক মন্ডল :
প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৭ হাজার টাকার দাবিতে মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রতিবন্ধী সংগঠনগুলোর উদ্যোগে শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ফুলছড়ি উপজেলার অধিকার চাই প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রতিবন্ধী সামাজিক উন্নয়ন সংঘের সভাপতি মো. আব্দুর রশিদ, মো. রাশেদুল শেখ, মো. আজাদ হোসেন সরকার প্রমুখ। মানববন্ধন শেষে প্রতিবন্ধীরা জেলা প্রশাসক মো. অলিউর রহমানের মাধ্যমে প্রধামন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
বক্তারা প্রতিবন্ধীদের মাসিক ভাতা নুন্যতম ৭ হাজার টাকা, চাকরিতে সম-অধিকার নিশ্চিত করাসহ ৩ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান