
এ এইচ অনিক বিশেষ প্রতিনিধি :
মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাথে একান্ত সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন, পুলিশের সাবেক এআইজি ও বাংলাদেশ গণগ্রন্থাগার পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মালিক খসরু পিপিএম।
এ সময় তিনি দেশব্যাপী গণগ্রন্থাগার প্রতিষ্ঠা আন্দোলন ও কার্যক্রম সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং ফরিদপুর তথা আলফাডাঙ্গা, বোয়ালমারি ও মধুখালির সাধারণ মানুষের পক্ষথকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারীনেত্রী, বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের মহাসচিব হাবিবা রহমান খান, এমপি ও মোঃ ইমাম হোসেন, সমন্বয়কারি গণগ্রন্থাগার পরিষদ।উল্লেখ্যঃ জ্ঞানাতীর্থ মহিউদ্দিন সৃতি বিজ্ঞান পাঠাগার ও বিনোদনকেন্দ্র ও সুফিয়া মহিউদ্দিন ফাউন্ডেশন সফদর কটেজ পানাইল ভবনের ও এর পাশের একটি প্লটে তার নিজ উদ্যগে গড়ে তুলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি মানচিত্র এর পাশেই তৈরীকরেছেন সুন্দর একটি শিশু বিনোদন কেন্দ্র বা শিশুপার্ক।
সংগঠনটি সব সময়ই স্থানীয়ভাবে বিভিন্ন বিনোদন ও সেবা মূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন যেমন বিনোদন / খেলাধুলা সহ পল্লীমেলা ইত্যাদি।
তেমনি গত ১৮ জানুয়ারী ২০২৩ তারিখ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন ছিলো বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে, এসময় সংগঠনের সভাপতি মালিক খসরু পিপিএম সাবেক এ আইজি বাংলাদেশ পুলিশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিতছিলেন মফজ উদ্দীন আহমদ অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কে এম খালিদ, এম পি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, এম পি, হাবিবা রহমান খান এম পি, মহাসচিব, বাংলাদেশ গণগ্রন্থাগার পরিষদ, প্রফেসর ভ. মিজানুর রহমান, সাবেক ভি সি, অতি: সচিব মোস্তফা কামাল মজুমদার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ।