
মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জনশুমারি ও গৃহগননা-২০২১ প্রকল্পের আওতায় উপজেলার ২’শ ৩৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এগুলো বিতরণ করা হয়।
রবিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয় প্রধান অতিথি হিসেবে এ ট্যাব’গুলো বিতরণ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মোহছেন উদ্দিনের সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আলীম মিন্টু, থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, পয়লা ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় শিক্ষার্থী ও তাদের অভিভাবক, প্রশাসনিক কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।