
শাহজাহান সিরাজ: বাংলা ও বাঙালির চিরায়ত ঐতিহ্যের প্রতীক প্রাণের পহেলা বৈশাখ ও বর্ষবরণ উৎসব ১৪৩০ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় মঙ্গল শোভাযাত্রা, লাঠি খেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩০ উদযাপনে সকালে শহরের স্বাধীনতা প্রাঙ্গন থেকে ব্যান্ড পার্টি ও ক্ষুদে বাচ্চাদের বর্ণিল সাজে সাজিয়ে কুলায় বাংলা বর্ষবরন লেখা সাজিয়ে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্বাধীনতা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় গন উন্নয়ন কেন্দ্র, এস,কে,এস ফাউন্ডেশন সহ সরকারি বেসরকারি অফিসের প্রতিনিধিবৃন্দ অংশ নেয়। পরে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ, এসো এসো গানের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান এর শুরু হয়। এর পর বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ান গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান ও অতিথিবৃন্দ।
পরে অনুভূতি ব্যক্ত করে শুভেচ্ছা বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা প্রশাসক মো: অলিউর রহমান, পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, আওয়ামী লীগ গাইবান্ধা শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, পৌর মেয়র মতলুবর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ মাযহার উল মান্নান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিট এর সাবেক ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন- গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক সিরাজুল ইসলাম সোনা, শিল্পী রোমানা ইসলাম, সিথিলা প্রিয়ন্তী সাহা, এডিসি পুত্র প্রিয়নাথ মাহাতো সৃথ সহ অনেকে। শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক স্বপন সাহা’র পরিচালনায় শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে। শেষে বিভিন্ন প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠক শিরিন আক্তার। অন্যদিকে পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ই এপ্রিল শুক্রবার হতে ১৬ই এপ্রিল রবিবার ৩ দিনব্যাপী গাইবান্ধা পৌরপার্কে মেলা অনুষ্ঠিত হয়। মেলায় কারুপন্য, খাবার সামগ্রী সহ বিভিন্ন দোকানের ষ্টল খুলেছে মহিলা ও পুরুষ উদ্যোক্তারা।