
মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় কালিবাড়ী নাট মন্দিরের ৩ বছর মেয়াদী নতুণ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় ঘিওর কেন্দ্রীয় কালিবাড়ী নাট মন্দিরে অনুষ্ঠিত এক সাধারণ সভায় কণ্ঠভোটে এ কমিটি গঠন করা হয়। এতে শ্রী রাম চন্দ্র সাহাকে পূণঃরায় সভাপতি ও সুব্রত কুমার শীল গোবিন্দকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা দেয়া হয়।
সভায় শ্রী রাম চন্দ্র সাহার সভাপতিত্বে ও সহ সভাপতি শ্রী গোপাল চন্দ্র শীলের সঞ্চালনায় ঘিওর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. শচীন্দ্রনাথ মিত্র, অবসর প্রাপ্ত অধ্যাপক অজয় কুমার রায়, অধ্যক্ষ (অবঃ) অজিত কুমার সাহা, ইঞ্জিনিয়র (অবঃ) দীনেশ চন্দ্র রায়, শ্রী নিরঞ্জন কুমার সাহা, শ্রী অলোক কুমার আইচ, অধ্যাপক নিতাই ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি গৌরাঙ্গ ঘোষ, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু প্রমূখ বক্তব্য রাখেন।
সভার প্রথম পর্যায়ে গত তিন বছরে মন্দিরের আয়-ব্যায় ও বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড সম্মন্ধে আলোচনা করা হয় এবং পুরোনো কমিটি বিলুপ্ত করা হয়।
সভার দ্বিতীয় পর্যায়ে অধ্যাপক (অবঃ) অজয় কুমার রায়-এর সভাপতিত্বে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এসময় উপস্থিত সকলে নতুন কমিটিকে অভিনন্দন জানান।