মনির হোসেন, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ৪টি ইউনিয়নের ১০০টি ভূমিহীন পরিবারের মাঝে জমি ও ঘর প্রদান করা হয়েছে।
গত বুধবার সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে আনুষ্ঠানিক ভাবে এ ঘর উদ্বোধন করেন।
উদ্বোধনের পর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের সভাপতিত্বে ভূমিহীনদের মাঝে ঘরের কাগজপত্র ও দলিল হস্তান্তর করা হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, সহকারী কমিশনার ভূমি মাহমুদা জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী সহ আরো অনেকে ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক বলেন, ১ম, ২য় ও ৩য় পর্যায়ে নবীনগর উপজেলার ৭২০টি ভূমিহীন ও
গৃহহীন পরিবারকে উক্ত আশ্রয়ন প্রকল্পের আওতায় গৃহ প্রদান করা হয়েছে। আর আজ উপজেলার কাইতলা উত্তর, রসুল্লাবাদ, নাটঘর ও জিনোদপুর ইউনিয়নের আরো ১০০টি গৃহহীন পরিবারের হাতে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়েছে।