
নিজস্ব প্রতিবেদক: সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত এক নারীর ম’র’দেহ উদ্ধার। গতকাল বুধবার সকাল সাড়ে ১০’টায় নাসিক ৫’নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজার শশ্মাণ ঘাট এলাকার থেকে এ ম’র’দেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, সকালে শীতলক্ষ্যা নদীতে এক নারীর ল ‘শ ভাসতে দেখা যায়। নারীর পড়নে ছিলো একটি বেগুনি রংয়ের বোরখা। লাশটি উপুর হয়ে নদীতে ভাসছিলো। পরে আমরা বিষয়টি নৌ পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করি। নৌ-পুলিশের উপ-পরিদর্শক তজিমল ঘটনাস্থলে এসে লা’শটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
হাসপাতালে প্রেরণ করেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ুন বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে শীতলক্ষ্যায় ভাসমান ল ‘শের খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। যেহেতু লাশটি নদীতে পাওয়া গেছে তাই আমি নারায়ণগঞ্জ নৌ-পুলিশের কাচঁপুর ফাঁড়িকে বিষয়টি অবহিত করা হয়।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশের উপ-পরিদর্শক তজিমল জানান, বেলা সাড়ে ১২’টায় আমরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। পরে লা’শটি উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। লা’শের চেহারাটি অর্ধগলিত হওয়ায় সঠিক বয়স অনুমান করা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে আনুমানিক ৩০’বছর হতে পারে। লাশটি ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
পিবিআই’র একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা অজ্ঞাত ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কাজ করছেন। এছাড়াও মৃ’ত্যুর আসল কারণ উদঘাটনেও কাজ করছেন বলে জানা