
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের সার্ভিস রোডের দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (২২মার্চ) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। ঈদকে সামনে রেখে যানজট মুক্ত রাখাতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম ও শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিনসহ হাইওয়ে পুলিশের কর্মকর্তা ও সদস্যরা।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন বলেন, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মহাসড়কের একাংশে অবৈধ দোকানপাট গড়ে তুলেছিল একটি চক্র। ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট মুক্ত রাখাতে বুধবার সেসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ঈদকে সামনে রেখে যানজট মুক্ত রাখাতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
তিনি আরো বলেন, সার্ভিস রোড থেকে দোকানপাট উচ্ছেদ করার ফলে আদমজী ইপিজেডসহ বিভিন্ন এলাকার যানবাহন অনায়াসে চলাচল করতে পারছে।