
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইরে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী ধ’র্ষ’ণের শিকার হয়েছে। উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ভিকটিমের বাবা ৪ জনকে আসামী করে থানায় মামলা করলে, পুলিশ মঙ্গলবার (২১ মার্চ) মুলহোতা রুহুলকে (১৭) গ্রেফতার করে। গ্রেফতারকৃত রুহুল প্বার্শবর্তী মানিকনগর গ্রামের টুকু বেপারীর পুত্র। ভিকটিমের পৈত্রিক বাড়ি রংপুর হলেও, প্রায় দু’বছর যাবত মাধবপুর গ্রামে স্ব-পরিবারে ভাড়া বাসায় থাকেন।
মামলার এজাহার সূত্রে প্রকাশ, ভিকটিম ১৬ মার্চ রাত সাড়ে ১০ টার দিকে মাধবপুর গ্রামের হালিম বেপারীর মাঠে ওয়াজ শুনে বাড়ি ফিরছিলেন। এ সময় রুহুল তার বন্ধু সবুজ, রোমান ও মহসিনের সহযোগিতায় জনৈক হানজেলা ওরফে বাঁকা মুন্সির বাঁচঝাড়ে নিয়ে জোরপূর্বক ধ’র্ষণ করে। ভিকটিমের ডাক-চিৎকারে তার খালা এসে ভিকটিমকে উদ্ধার করেন। এসময় ধ’র্ষক ও তার সহযোগিরা পালিয়ে যায়।
এদিকে, ঘটনাটি স্থানীয়ভাবে কয়েক দফায় মীমাংশার জন্য চেষ্টা করা হয়। ভিকটিমের পরিবার থেকে বিয়ের দাবী জানালেও, ধ’র্ষক রুহুলের পরিবার তা প্রত্যাখ্যান করে। অবশেষে সোমবার (২০ মার্চ) রাতে থানায় মামলা হলে, পুলিশ মুলহোতা রুহুলকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিঙ্গাইর থানার শান্তিপুর (বাঘুলি) তদন্ত কেন্দ্রের এস আই আব্দুস সালাম বলেন, মুল আসামীকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা শেষে ২২ ধারায় জবানবন্দীর জন্য আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।