
নবীনগর প্রতিনিধি: যথাযথ মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পন ও কেক কাটার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত হয়েছে।
এসময় পুষ্পস্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগরের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজামান, উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক, পৌর মেয়র শিব শংকর দাস, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, আওয়ামী লীগ নেতা এড. সুজিত কুমার দেব, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নাছির উদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মো. হাবিব রহমান, নবীনগর থানার ওসি মো. সাইফ উদ্দিন আনোয়ার, প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সুধি সমাজের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা প্রশাসনে আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।