
মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি : সারা দেশের ন্যায় মানিকগঞ্জের ঘিওরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় সহকারি কমিশনার (ভুমি) মোঃ মোহছেন উদ্দিন, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আলীম মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কে এম সিদ্দিক আলী, অধ্যাপক (অবঃ) অজয় কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, সমাজ সেবা অফিসার আব্দুল মান্নান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা পার্বতী রাণী পাল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, যুবলীগ সভাপতি মোঃ বাবুল বেপারী প্রমূখ বক্তব্য রাখেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) দশ লক্ষাধিক মুক্তিকামী মানুষের উদ্বেলিত মহাসমাবেশে বজ্রকণ্ঠে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তাঁর এই আহ্বানে সাড়া দিয়ে, মাতৃভুমিকে রক্ষা করতে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরেন এদেশের মুক্তিকামী মানুষ। নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর স্বাধীন হয় দেশ।বঙ্গবন্ধুর যুগান্তকারী এ ভাষণকে কেন্দ্র করে ৭ মার্চ বাঙালী জাতির কাছে একটি অবিস্মরণীয় দিন। রক্তের দাগ শুকিয়ে গেলেও, বীর বাঙালীর হৃঁদয়ে এখনো ধ্বনি-প্রতিধ্বনি হয়ে বেঁজে ওঠে বঙ্গবন্ধুর সেই কালজয়ী বজ্রকণ্ঠ “এবারের সংগ্রাম – মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম – আমাদের স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা”।