
শাহাদাৎ হোসেন: সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় ভাই ভাই টাওয়ার আবাসিক ভবন নির্মাণ উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বুধবার বাদ আসর এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলের সার্বিক তত্ত¡াবধানের ছিলেন, আক্তার হোসেন, মনির হোসেন ও বাদল মিয়া। এ সময় দোয়া মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, কাজী বিল্লাল হোসেন, মিজানুর রহমান, তারা মিয়া, আব্দুল হান্নান ও মনিরসহ এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গ।
জমির মালিক রেহানা নজরুল জানান, চব্বিশ কাঠা জমির মধ্যে ১২’কাঠা করে দু’টি আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ভবন হবে দশ তলা বিশিষ্ট। প্রত্যেকটি ফ্ল্যাট হবে তিনটি বেড রুম, একটি ড্রয়িং, একটি ডাইনিং, একটি রান্নাঘর, তিনটি চৌচাগার ও দুইটি বারান্দা। ভবনটির নিচে থাকবে পার্কিং ব্যবস্থা। ফ্ল্যাট বিক্রি হবে দ্বিতীয় তলা থেকে।
দোয়া পরিচালনা করেন পাইনাদী এলাকার বায়তুন আমান জামে মসজিদের ইমাম মাওলানা সালাউদ্দিন।