
মানিকগঞ্জ থেকে মোঃ রফিকুল ইসলাম মৃধা :
মানিকগঞ্জের দৌলতপুরে খেলার মাঠ ও কৃষি জমি কেটে রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকাবাসী ।
বৃহস্পতিবার উপজেলার ধামশ্বর বাজারের সন্নিকটে, মন্দির সংলগ্ন মাঠে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে সভাপতিত্ব করেন ধামশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রধান । এতে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থী সহ স্থানীয় সচেতন মহল অংশগ্রহণ করেন।
সরেজমিনে দেখা গেছে, ধামশ্বর বাজার থেকে কাকনা গ্রাম পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে। সেখানে ধামশ্বর বাজার সংলগ্ন একটি খেলার মাঠ এবং দু’পাশের ফসলী জমি কেটে মাটি নেয়ায়, মাঠ ও ফসলী জমিগুলো ডোবা-নালায় পরিণত হয়েছে। রাস্তাটির প্রকল্প সাইনবোর্ড না থাকায় নির্মাণকাজের কোন তথ্য পাওয়া যায়নি।
মানববন্ধনে বক্তারা জানান, রাস্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু খেলার মাঠ ও কৃষি জমি ধ্বংস করে রাস্তা নির্মাণ করা আমাদের কাম্য নয়। এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করা হয়েছে বলেও মন্তব্য করেন তারা।
সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বলেন, রাস্তাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরেই আমরা এ রাস্তাটি নির্মাণের জন্য কামনা করে আসছি। রাস্তাটি এখন হচ্ছে, এটি আমাদের পরম সৌভাগ্য। কিন্তু শিশু-কিশোরদের খেলার মাঠ, কৃষকের ফসলী জমি কেটে রাস্তা নির্মাণ করা আমাদের কাম্য নয়। এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি।
ধামশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী বলেন, এখানে কোন খেলার মাঠ কাটা হয়নি। রাস্তার জন্য কৃষকেরা তাদের কৃষি জমি স্বেচ্ছায় দিয়েছে। আরেকটি খেলার মাঠ কাটার বিষয়ে অস্বীকার করেন তিনি।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা বলেন, খেলার মাঠ ও কৃষি জমি কাটায় সরকারিভাবে নিষেধ রয়েছে। তবে বিষয়টি সম্মন্ধে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা বলেন, ওই রাস্তাটি খুব প্রয়োজন ছিল। তবে খেলার মাঠ ও কৃষি জমি কাটার পক্ষে নন বলে জানান তিনি।
স্থানীয়দের দাবী, ইতোমধ্যেই ধামশ্বর বাজার সংলগ্ন একটি খেলার মাঠ কেটে মাটি নেয়ায় সেখানে পুকুর তৈরী হয়েছে। এছাড়া রাস্তার দুই পাশের কৃষি জমি কেটে মাটি নেয়া হয়েছে। তারা আরেকটি খেলার মাঠ কেটে মাটি নেয়ার চেষ্টা করছে। যেখানে হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দির রয়েছে। বিভিন্ন পূজা-পার্বনে মাঠটিতে মেলার আয়োজন করা হয়।
স্থানীয় সচেতন মহল মাঠটিতে দ্রুত মাটি ভরাট করে খেলার উপযোগী করা এবং অন্য মাঠ সহ ফসলী জমিগুলো কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।