
নবীনগর প্রতিনিধি: বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি এ স্লোগানে নবীনগর থানা কর্তৃক আয়োজিত চুরি-ডাকাতি ও মাদক,বাল্যবিবাহ, সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মোঃ সিরাজুল ইসলাম। তিনি জিনদপুর ইউনিয়নের সকল ইউপি সদস্য ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। আরও উপস্থিত ছিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার। স্বাগত বক্তব্য রাখেন জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রবিউল আউয়াল রবি। বিট পুলিশিং এই সভায় ইউপি সদস্যগণ ও অত্র ইউনিয়নের বাসিন্দাগণ পুলিশিং সেবা নিয়ে তাদের অভিজ্ঞতা, চাওয়া পাওয়া তুলে ধরেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জিনদপুর ইউনিয়নের বিট অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী বিট অফিসার এ এস আই কাউছার মিয়া, নবীনগর উপজেলা যুবলীগের সহ সম্পাদক এ্যাডভোকেট রাসেল আহমেদ,জিনদপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জিনদপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি খোরশেদ আলম, জিনদপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম মাইনু সরকার, হুরুয়া ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক রকিবুল হাসান বাদল সরকার, জিনদপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি শিহাব আহাম্মদ সহ রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।